খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে মালয়েশিয়ায় প্রতিবাদ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে বিএনপির মালয়েশিয়ার মালাক্কা শাখা।
স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশটির মালাক্কা প্রদেশে বিএনপির নিজস্ব কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালাক্কা বিএনপির সভাপতি মোহাম্মদ আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মালাক্কা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম আকরাম।
সভায় বক্তব্য দেন মালাক্কা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাহফুজ রহমান, মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ আলম, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সায়েদ, মোহাম্মদ সোহরাব, মোহাম্মদ দীন ইসলাম।
বক্তারা বলেন, সরকারের ইন্ধনে খালেদা জিয়াকে সাজানো মামলায় জেলে দেওয়া হয়েছে। দেশের জনসাধারণ এই অবৈধ রায় মানে না। খালেদা জিয়াকে মুক্তি না দিলে মালয়েশিয়া থেকে দেশ-বিদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
নেতারা আরো বলেন, সরকার খালেদা জিয়া ও তারেক রহমানকে আদালতের মাধ্যমে সাজা দিয়ে আবারও আরেকটি তামাশা নির্বাচন করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। সরকারের এই মনোভাব কখনো পূর্ণ হবে না। হামলা-মামলা দিয়ে কোনো লাভ হবে না। দেশে এখন আর আইনের শাসন নেই।
প্রতিবাদ সময় মালাক্কা প্রদেশের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করা হয়। রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।