সিডনিতে স্বাধীনতা দিবস মেলা ১৮ মার্চ
অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর লাকেম্বাতে আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীনতা দিবস মেলা। লাকেম্বা শহরের পেরি পার্কে দুপুর ১২টায় শুরু হবে এই মেলা।
জিয়া ফোরাম অস্ট্রেলিয়া আয়োজিত এই মেলা সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকদের পক্ষে সোহেল ইকবাল জানান, এরই মধ্যে স্বাধীনতা দিবস মেলাকে নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রখ্যাত সংগীতশিল্পী বেবি নাজনীন অনুষ্ঠান মাতাবেন।
এ ছাড়া সিডনি, মেলবোর্ন শহরের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশি খাবার, জুয়েলারি, শাড়ি-কাপড়সহ বিভিন্ন ধরনের স্টল থাকবে মেলায়।
স্বাধীনতা দিবসের এই মেলা সামনে রেখে শুরু হয়েছে ব্যাপক প্রচার। উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশি অধ্যুষিত, বিশেষ করে রকডেল, মিন্টো, ব্যাংকসটোন শহরে লাগানো হয়েছে লাল-সবুজের পোস্টার।
স্বাধীনতা মেলায় স্টল ও স্পন্সরের জন্য আরিফুল হক (০৪৬৯ ০৮৭৬৯৬) এবং সোহেল ইকবালের (০৪০১ ৫৮২ ০০৪) নম্বরে যোগাযোগ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
স্বাধীনতা মেলার মিডিয়া পার্টনার এনটিভি অস্ট্রেলিয়া।