খালেদা জিয়ার মুক্তির দাবিতে মালয়েশিয়ায় লিফলেট বিতরণ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রবাসীদের মধ্যে লিফলেট বিতরণ শুরু করেছে মালয়েশিয়া বিএনপি।
গতকাল শনিবার বিকেলে রাজধানী কুয়ালালামপুরের কোতারায়াতে এই কর্মসূচি পালন করা হয়।
কোতারায়া বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে এ কর্মসূচি উদ্বোধন করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদুলুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।
এসময় মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, ‘দেশে আইনের শাসন নেই। আজ বিচার বিভাগ, শাসন বিভাগ হাসিনার কথায় চলে। দেশনেত্রীর জনপ্রিয়তা বর্তমান অবৈধ সরকার সহ্য না করতে পেরে বিনা অপরাধে জেলে দিয়েছে। অথচ সরকার হাজার কোটি টাকা লুটপাট করেছে, কোনো খবর নাই। কেন্দ্রের কর্মসূচির অংশ হিসেবে বহির্বিশ্বে এই লিফলেট বিতরণ শুরু হয়েছে।’
বিএনপির চেয়ারপারসনকে মুক্তি না দিলে প্রবাস থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বাদলুর রহমান খান। রাজধানী কুয়ালালামপুরসহ সমগ্র মালয়েশিয়ায় প্রায় ১০ লাখ মানুষের কাছে শিগগির-ই এ লিফলেট পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নিপু, সহদপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির, মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর।