মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশনের কমিটি গঠন
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশন ইন মালয়েশিয়ার (বিএসওএম) ২০১৮ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।
মাহ্শা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ শরিফুল ইসলামকে সভাপতি ও ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি কুয়ালালামপুর (আইইউকেএলের) শিক্ষার্থী অরুনিমা হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
গত ১৮ মার্চ কুয়ালালামপুরের মাহ্শা বিশ্ববিদ্যালয়ে এই ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মাদ মহিউদ্দিন মাহি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলামের করা গঠনতন্ত্র অনুযায়ী নতুন এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে ১৮ ফেব্রুয়ারি স্বেচ্ছাচারিতা ও অসাংগঠনিক কার্যক্রমসহ নানা অভিযোগে বিএসইউএমের ২০১৭-১৮ কার্যকরী কমিটি বাতিল করা হয়। সে সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন মো. রবিউল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির বিদায়ী সভাপতি জেড আর জিয়া। সঞ্চালনায় ছিলেন মুত্তাকিন শাফায়াত।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহশা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল বাসার, বাইনারি গ্রাজুয়েট স্কুলের ডিন প্রফেসর ডক্টর আসিফ মাহবুব করিম ও এনামুল হক, সায়েদ মিনহাজুর রহমান মিনহাজ। অনুষ্ঠানে মালয়েশিয়ার ৫৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল বাসার এই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন।
নতুন কমিটি প্রসঙ্গে এনটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে শরিফুল ও অরুনিমা বলেন, মালয়েশিয়াতে সমস্যা জর্জরিত অসহায় বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে এ সংগঠন কাজ করে যাবে। বিশ্বের দরবারে ব্র্যান্ডিং বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে জানান তাঁরা।