সিডনির বৈশাখী মেলার স্থান পরিবর্তন
অস্ট্রেলিয়ার সিডনির প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রিয় উৎসব বৈশাখী মেলার স্থান পরিবর্তন করা হয়েছে। মেলাটি আগামী ৭ এপ্রিল সিডনির ফেয়ার ফিল্ড শো গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
এর আগে আয়োজক পক্ষ থেকে মেলার স্থান হিসেবে টেম্পি পার্কের কথা জানানো হয়েছিল।
মেলা কমিটির আহ্বায়ক গাউসুল আজম শাহাজাদা বলেন, ‘দর্শকদের কথা বিবেচনা করে, বিশেষ করে পার্কিংসহ অন্যান্য সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে আমরা স্থান পরিবর্তন করেছি। মেলাটি এখন ফেয়ার ফিল্ড শো গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।’
সিডনি প্রবাসীদের এ বছর আরো বড় পরিসরে একটা সুন্দর মেলা উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে আয়োজক সংগঠক।
এই মেলাকে সামনে রেখে পুরো সিডনি শহরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিশেষ করে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের শুরু হয়েছে মহড়া।
সাপ্তাহিক ছুটির দিন শনিবার হওয়া প্রতিবারের মতো এবারের মেলায় থাকবে বিভিন্ন রাজ্যের প্রবাসীদের মিলনমেলা।
বৈশাখী মেলার স্টল ও বিজ্ঞাপনের জন্য গাউসুল আলম শাহাজাদার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য টাবু সঞ্জয় ও সুজনের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে মেলা কমিটি।
মেলায় প্রবেশমূল্য পাঁচ ডলার। এই বৈশাখী মেলার মিডিয়া পার্টনার এনটিভি অস্ট্রেলিয়া।