কোটি প্রাণে এনটিভি : প্রবাসীদের কেক কেটে উদযাপন
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক কোটি লাইক পূর্ণ হওয়ার মুহূর্তটিকে কেক কেটে উদযাপন করেছেন মালয়েশিয়াপ্রবাসীরা।
রাজধানী কুয়ালালামপুরে গত বুধবার সন্ধ্যায় রেস্টুরেন্ট রওশন বিলাসে প্রবাসীদের সঙ্গে নিয়ে কেক কাটেন এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান।
কোটি দর্শক, পাঠকের আস্থা ও ভালোবাসার আনন্দময় এ মুহূর্তটিকে উদযাপনের সময় সেখানে এনটিভি দর্শক ফোরাম-মালয়েশিয়ার নেতৃবৃন্দ, প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশের প্রথম অটোমেশনভিত্তিক যুগোপযোগী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি)। ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি চালু হয় এনটিভি অনলাইন। সে সময় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল চালু হয়। শুরু থেকেই এনটিভি অনলাইন গুগলের অ্যাডসেন্স পার্টনার এবং ইউটিউবের প্রিমিয়াম পার্টনার। আর ফেসবুক পেজ চালুর চার মাসের মধ্যেই এটিকে ভেরিফায়েড করে ফেসবুক কর্তৃপক্ষ। প্রায় তিন বছরের মাথায় এক কোটি লাইক পেল এনটিভি।
এনটিভির যেকোনো খবর বা অনুষ্ঠান মুহূর্তেই ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ছে কোটি পাঠকের মধ্যে। শুধু তাই নয়, ফেসবুকে দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এনটিভির খবর ও অন্যান্য অনুষ্ঠান। এ ছাড়া জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবও পাঁচটি সিলভার প্লেবাটন দিয়ে পুরস্কৃত করেছে এনটিভিকে। বাংলাদেশের যেকোনো গণমাধ্যমের মধ্যে একমাত্র এনটিভিই পেল পাঁচটি সিলভার প্লেবাটন।
কুয়ালালামপুরের আনন্দ-উদযাপনে উপস্থিত ছিলেন এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, রাশেদ বাদল, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব সভাপতি এস এম রহমান পারভেজ, মামুন বিন আবদুল মান্নান, শাখায়াত হোসেন জোসেফ, ব্রাউন সোহেল, শামীম রেজা, মাসুম প্রমুখ।
এ সময় প্রবাসীরা এনটিভির প্রতি তাদের মুগ্ধতার কথা জানানোর পাশাপাশি এখানে প্রচারিত অনুষ্ঠানের মান-রুচি, প্রকাশিত খবরের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসযোগ্যতার প্রশংসা করেন।
প্রবাসীরা বলেন, মালয়েশিয়ায় এনটিভি চ্যানেলের মতোই এনটিভি অনলাইনও খুব অল্প সময়ে পাঠকদের মন কাড়তে সক্ষম হয়েছে। আর এটা সম্ভব হয়েছে দর্শক-পাঠকদের প্রতি কর্তৃপক্ষের দায়বদ্ধতার কারণে। এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী নতুন নতুন উদ্যোগ ও আয়োজনে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে এনটিভি দর্শকদের কাছে নতুন এক উচ্চতায় পৌঁছে দিচ্ছেন বলেও মন্তব্য করেন প্রবাসীরা। তাঁরা এনটিভির হেড অব অনলাইন খন্দকার ফকরউদ্দীন আহমেদকেও ধন্যবাদ জানান।