কুয়েতে স্বাধীনতা দিবস পালিত
কুয়েতে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় গত সোমবার সকালে বাংলাদেশ দূতাবাসে এসব অনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দূতালয়প্রধান ও কাউন্সিলর আনিছুজ্জামান।
ভোর ৫টা ১ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
এদিন দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পরেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
এ ছাড়া অনুষ্ঠানে শহীদদের প্রতি দাঁড়িয়ে সম্মান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রামাণ্য চিত্র দেখানো, আলোচনা ও কেক কাটা হয়।
আলোচনার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
রাষ্ট্রদূত এস এম আবুল কালামসহ অন্যরা বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক এটাশে ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর আবদুল লতিফ খান, প্রথম সচিব জহিরুল ইসলাম খান, সাফায়েত হোসেন পাটোয়ারীসহ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও প্রবাসীরা।