মালয়েশিয়ায় বিডিএম বিজনেসের নির্বাচন সম্পন্ন
মালয়েশিয়া বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বিডিএম বিজনেস এসডিএন বিএসডির ২০১৮ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার কুয়ালালামপুর সেলাঙ্গরের রাওয়াংয়ে এই নির্বাচন সম্পন্ন হয়।
ওই দিন ভোটগ্রহণ শুরু হয় বিকেল ৫টায় এবং শেষ হয় রাত ১০টায়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাজি ওবায়দুল হক, মোস্তাফিজুর রহমান জন্টু ও রুহুল আমিন গিয়াস।
ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন সাত বিজয়ীর নাম ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন সভাপতি মোহাম্মদ শাহাজান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ সেলিম, কোষাধক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রতন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম নুরু, দপ্তর সম্পাদক মোহাম্মদ মোস্তফা মিলন, সাস্কৃতিক ও ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম কবির তৌহিদ।
নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহাজান বলেন, প্রবাসী বাংলাদেশিদের সেবার লক্ষ্য নিয়ে মালয়েশিয়া বিডিএম বিজনেস এসডিএন বিএসডি প্রতিষ্ঠা করা হয়েছিলো। সংগঠনটি যে কমিউনিটির উন্নয়নে কাজ করে যাচ্ছে, আজকের নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তারই প্রমাণ।
এ সময় উপস্থিত ছিলেন দাতু মোহাম্মদ আকতার হোসেন, মামুন বিন আবদুল মান্নান, আবদুর রহমান শাহীন, আবু তাহের, মোহাম্মদ জালাল।