মালয়েশিয়ায় কমিউনিটি প্রেসক্লাবের মে দিবস পালন
‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে পালিত হলো মে দিবস।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে শ্রমিক আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কায়সার হামিদ হান্নান।
আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মোস্তফা ইমরান রাজু, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল কাদের, দপ্তর সম্পাদক শামসুজ্জামান নাইম, সাংবাদিক রফিক আহমদ।
সভায় মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সব শ্রমিকের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা। তাঁরা বলেন, প্রবাসে হাজারো সমসায় জর্জরিত বাংলাদেশি শ্রমিকরা। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কাজের পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমেকর্মীদের কাজ করতে হবে। এ সময় শ্রমিকদের সমস্যার কথা গণমাধ্যমে প্রকাশ করা এবং তা নিরসনের জন্য কমিউনিটি নেতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।