দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের উদ্যোগে গত রোববার এই পুনর্মিলনী অনুষ্ঠান পালিত হয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইথেউয়নস্থ বাংলাদেশ হাউজে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে কয়েকটি মুসলিম দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আজারবাইন, তাজাকিস্তান, ইরান, মরক্কো, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া, মিসর, জর্দান ও সেনেগালসহ বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতদের ঈদের শুভেচ্ছা উপহার গামছা পরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবিদা ইসলাম, প্রথম সচিব (শ্রম) জাহিদুল ইসলাম ভূঁইয়া, দূতাবাসের কাউন্সিলর মাসুদ রানা, প্রথম সচিব রুহুল আমিনসহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত সব বাংলাদেশিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত হয়েছিলেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ায় সভাপতি হাবিল উদ্দিন, চিটাগাং অ্যাসেসিয়েশন ইন কোরিয়ার সভাপতি মেক্সিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, প্রধান উপদেষ্টা ফরিদ হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বৃহত্তর গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন ইন কোরিয়ায় সভাপতি শেখ মুরাদ হোসেন সোহেল, সাধারণ সম্পাদক ডেভিড একরাম এবং বৃহত্তর নোয়াখালী অ্যাসেসিয়েশন ইন কোরিয়ায় সভাপতি আরিফুর রহমান ইরান সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী সহসভাপতি ফিরোজ আলম রিপন, সৈয়দ মোহাম্মদ গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতি রতন আহম্মদ, সাধারণ সম্পাদক ফারুক, দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ ও বি এন পির নেতৃবৃন্দ, বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ায় সাবেক সভাপতি আবুবকর সিদ্দিক রানা, ইপিএস বাংলার সভাপতি শান্ত শেখ সাবেক সভাপতি আনোয়ারুল আলম রনি, সাবেক সাধারণ সম্পাদক সজীব দাস, ইসোর সভাপতি খাজা মামুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।