দক্ষিণ কোরিয়ায় ইপিএস বাংলা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইপিএস বাংলা কমিউনিটির আয়োজনে ইপিএস বাংলা ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গত রোববার দক্ষিণ কোরিয়ার আনসান সিটিতে এই ক্রিকেট টুর্নামেন্টঅনুষ্ঠিতহয়।
এবার ফাইনালে চ্যাম্পিয়ন হয় গতবারের রানার আপ টিম গোল্ডেন বয়েজ ইলসানএবংরানার্স আপ হয় ইনছন ওয়ারিয়র্সটিম।
প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে ইনছন ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৮৯ রান করে। গোল্ডেন বয়েজ ইলসান ১ উইকেটে ইনছন ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ব্যক্তিগত অপরাজিত ৪৭ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন গোল্ডেন বয়েজ ইলসানের খেলোয়াড় পায়েল।
এর আগে সকালে আনসানের একই মাঠে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে গোল্ডেন বয়েজ ইলসান প্রতিপক্ষ বন্ধু একাদশ আনসানের বিরুদ্ধে ২০ রানে জয়লাভকরে।অন্যদিকে ইনছন ওয়ারিয়র্স প্রতিপক্ষ বিডি রয়্যালের্সের বিরুদ্ধে ২৫ রানে জয়লাভ করে ফাইনালে উঠে।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ টিমের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুতাবাসের রাষ্ট্রদূত আবিদা ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কনসুলার মাসুদ রানা চৌধুরী,প্রথম সচিব (শ্রম) জাহিদুল ইসলাম ভূঁইয়া ওপ্রথম সচিব রহুল আমিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
উপস্থিত ছিলেন ইপিএস বাংলা কমিউনিটির উপদেষ্টাসভাপতি শান্ত শেখ সাধারণ সম্পাদক ফজলুর রহমান সহ ইপিএস বাংলা কমিউনিটির নির্বাহী সদস্যগন। কোরিয়ার বিভিন্ন প্রান্ত হতে ক্রিকেট প্রেমী উৎসুক দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
পঞ্চম ইপিএস বাংলা ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ ফাইনাল খেলায় বিজয়ী দল গোল্ডেন বয়েজ ইলসান টিমকে ট্রফি ও নগদ ১২ লক্ষ কোরিয়ান উনএবংরানার্স আপ দল ইনছন ওয়ারিয়র্স টিমকে ট্রফি ও নগদ ৭ লক্ষ কোরিয়ান পুরস্কার দেওয়া হয়।
ইপিএস বাংলা ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন আনসান সিটি। এছাড়াও স্পন্সর হিসেবে ছিলো মিরে ট্রেডিং,জি এম ই রেমিটেন্স,খান মোবাইলস,এম .এস ট্রাভেলস এবং বিচার মন্ত্রণালয়ের বব সারাং নামক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ।
ইপিএস বাংলা ক্রিকেট টুর্নামেন্টে সহযোগিতা করার জন্য স্পন্সরকারী প্রতিষ্ঠান,প্রত্যেকটি দলের খেলোয়াড় ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে ইপিএস বাংলা কমিউনিটি পরিবার।