মালয়েশিয়ায় আবাসিক ডব্লিউ হোটেলের যাত্রা শুরু
বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা ভ্রমণ পিপাসুদের থাকার সু ব্যবস্থার প্রতিশ্রুতি নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আবাসিক ডব্লিউ হোটেল যাত্রা করেছে। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র ও পর্যটক মুখরিত মসজিদ জামেক রেল স্টেশনের কাছে এই হোটেলটির অবস্থান।
স্থানীয় সময় গতকাল শুক্রবার বাংলাদেশি মালিকানার এই হোটেলটির উদ্বোধন করা হয়। এ সময় হোটেলের মালিক ওহিদুর রহমান ওহিদ ও শহীদুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা রেজাউল করিম রেজা, ড. আহমেদ বোরহান, প্রকৌশলী বাদলুর রহমান খান, মোহাম্মদ মোশাররফ হোসেন, দাতু আলম মজুমদার, রাশেদ বাদল, মনিরুজ্জামান মনির, শাহিন সরদার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের সঙ্গে সুন্দর আচরণের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অর্জনের পাশাপাশি লাভবান হওয়া সম্ভব। সুন্দর আচরণই ব্যবসায় উন্নতির সোপান।
বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সৎভাবে ব্যবসা পরিচালনা করতেন। রাসুলের (সা.) আদর্শ অনুসরণ করে ব্যবসা পরিচালনা করলে গ্রাহক সংখ্যা দিন দিন বৃদ্ধি পায় এবং ব্যবসা প্রতিষ্ঠান জনপ্রিয়তা লাভ করে।
এ সময় বিশেষ দোয়ায় দেশ, জাতি ও প্রবাসীদের মঙ্গল কামনা করা হয়। এরপর ফিতা কেটে ডব্লিউ হোটেলের উদ্বোধন করা হয়।