মালয়েশিয়ায় বাংলাদেশি রেস্টুরেন্টের উদ্বোধন
মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যক্তিমালিকানাধীন নাসি কান্দার গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে কুয়ালালামপুরের আম্পাং পয়েন্টে ফিতা কেটে উদ্বোধন করেন হোটেলটির চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালিউল্লাহ জাহিদ।
ওয়ালিউল্লাহ জাহিদ বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের বাংলাদেশি খাবার খুবই পছন্দ। তাঁর এ প্রতিষ্ঠানে দেশি-বিদেশি সব মিলিয়ে ২০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করছেন।
ওয়ালিউল্লাহ জাহিদ আরো বলেন, ‘আমরা রুচিসম্মত খাবার পরিবেশন করে থাকি। আমাদের টার্গেট সব শ্রেণির বিদেশি নাগরিক।’
হোটেল উদ্বোধনকালে বাংলাদেশ কমিউনিটির নেতৃবন্দ বলেন, কমিউনিটিকে শক্তিশালী করতে হলে আন্তরিকতার মাধ্যমে প্রতিষ্ঠান বাড়াতে হবে। কর্মসংস্থান সৃষ্টি হলেই মালয়েশিয়ায় বাংলাদেশিদের অবস্থান পরিবর্তন হবে।
পরে এক প্রীতিভোজে মিলিত হন প্রবাসী বাংলাদেশিরা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতুক মাইকেল, ড. ফ্রাংকি, দাতুক ইসাক, এসকে, আম্পাং থানার ইন্সপেক্টর নূরাজমান বিন জাকারিয়া, আডলি, শামরি, গাজালি, ঢাকা উত্তর মহানগর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোশাররাফ হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি শফিকুর রহমান শফিক, মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক নাসিফা বিনতে বাকের ও সলিম উল্লাহ কাদের। উপস্থিত সবাই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।