গণআন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়া মুক্ত হবেন : টুকু
মালয়েশিয়াপ্রবাসী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘ধৈর্য ধরুন, হতাশ হবেন না। দেশে খালেদা জিয়ার মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে।’
গত বুধবার সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আমপাং দি পালমা হোটেলে মালয়েশিয়া যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় যুবদলের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। অনেক অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন; কিন্তু নত হননি কারো কাছে। দেশনেত্রীর মুক্তি বাংলাদেশের সব মানুষ এখন একবাক্যে চাইছে।’
সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলায় কারাবন্দি নির্যাতিত নেতারা যেভাবে গণআন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছেন, খালেদা জিয়ার মুক্তিও একই প্রক্রিয়ায় হবে। তাঁর মুক্তি আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষ আজকে সেটির জন্য প্রস্তুত আছে। খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই দেশে গণতন্ত্র মুক্ত হবে।’
মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব আলম শাহ, সহসভাপতি তালহা মাহমুদ, সহসাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, অলিউল্লাহ জাহিদ, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মঞ্জু খাঁ, সিঙ্গাপুর যুবদলের নেতা রুবেল পারভেজ প্রমুখ।
অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।