মালয়েশিয়ায় হুমায়ূন আহমেদের ৬৭ তম জন্মদিন পালিত
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কুয়ালালামপুর রেস্টুরেন্টে
অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ স্মৃতি সাহিত্য সংস্কৃতি পরিষদ মালয়েশিয়া শাখার সভাপতি শেখ শরিফ আহমেদ রাজা বলেন, ‘আধুনিক বাংলা সাহিত্যের সম্রাট হুমায়ূন আহমেদ এখনো তাঁর পাঠকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। তাঁর অসংখ্য সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। সাহিত্যে বাস্তবতাকে সবচেয়ে শক্তিশালীভাবে তুলে ধরেছেন হুমায়ূন আহমেদ।’
মালয়েশিয়ার তরুণ সংগঠক মিনহাজুর রহমান মিনহাজের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুমায়ূন আহমেদ স্মৃতি সাহিত্য সংস্কৃতি পরিষদ, মালয়েশিয়া শাখার সভাপতি শেখ শরিফ আহমেদ রাজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চলচ্চিত্র অভিনেতা ব্রাউন সোহেল, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন হুমায়ুন কবির, মহিউদ্দিন মাহী , আব্দুল ওয়াজেদ মজুমদার ওয়াসিম, মিনহাজ উদ্দিন মিরান ও শাপলা।
হুমায়ূন আহমেদ স্মৃতি সাহিত্য সংস্কৃতি পরিষদ মালয়েশিয়া শাখার নেতারা বলেন, ‘হুমায়ূন আহমেদের শূন্যতা অপূরণীয়। হুমায়ূন আহমেদ তাঁর সৃষ্টিশীল কর্মের মাঝে বেঁচে থাকবেন বাঙলি জাতির মন ও মননে। বাংলা সাহিত্যে এই অগ্রজের শূন্যতা পূরণ হবে না। শিল্পের বিমুগ্ধ সড়কে তিনি যে স্বকীয় পদরেখা সৃষ্টি করেছেন মহাকালের সরণিতে তা চির ভাস্কর হয়ে থাকবে।’