জালিয়াতির অভিযোগে মালয়েশিয়ায় ৮ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার বিদেশিদের জন্য জাল ওয়ার্ক পারমিট তৈরির সিন্ডিকেটের সদস্য সন্দেহে আট বাংলাদেশি আটক হয়েছেন। মালয়েশিয়া পুলিশের অভিযানে এমন একটি সিন্ডিকেটের ১৭ সদস্যকে আটক করা হয়েছে। এঁদের মধ্যে এক নারীসহ দুই মালয়েশীয় রয়েছেন। একজন মালয়েশীয় ও এক পাকিস্তানির নেতৃত্বে সিন্ডিকেটটি পরিচালিত হতো বলে জানিয়েছে দেশটির পুলিশ।
গত বৃহস্পতি ও মঙ্গলবার মালয়েশিয়ার ক্লাং ও শাহ আলম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
সেলানগর বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের প্রধান এসিপি ফাজলিসিয়াম আবদুল মাজিদ বলেন, আটকদের মধ্যে একজন স্থানীয় পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ছাড়া সাতজন পাকিস্তানের ও আটজন বাংলাদেশের নাগরিক। এঁদের সবাই ১৯ থেকে ৪০ বছর বয়সী।
গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে ফাজলিসিয়াম বলেন, ‘ভুয়া ওয়ার্ক পারমিট সিন্ডিকেটটির প্রধান হিসেবে ছিলেন একজন স্থানীয় ও একজন পাকিস্তানি নাগরিক। একজন নারী ও আরো আটজন এই সিন্ডিকেটটি পরিচালনা করতেন। গত এক বছরেরও বেশি সময় ধরে এই সিন্ডিকেট চলে আসছে।’
‘ক্লাংকেন্দ্রিক ব্যবসায়ীদের ভিত্তি করে এই সিন্ডিকেট তাদের কার্যক্রম চালাত। যেসব শ্রমিকের বৈধ ভিসা নেই বা ওয়ার্ক পারমিট নেই, তাদের জাল ওয়ার্ক পারমিট তৈরি করে দেওয়ার প্রস্তাব দেয় এই সিন্ডিকেট। সেলানগরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ঠিকানা ব্যবহার করে জাল ওয়ার্ক পারমিট করে দেন তাঁরা।’
সিন্ডিকেট এ পর্যন্ত ৩০ জনের বেশি বিদেশিকে জাল ওয়ার্ক পারমিট দিয়েছে। প্রতিটির জন্য ৪০০ রিঙ্গিত করে খরচ নিত।
এই সময় দুটি ল্যাপটপ, প্রিন্টিং মেশিন ও দুটি লেমিনেটেড জাল ওয়ার্ক পারমিট এবং ছয়টি আইডি কার্ড উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত এবং দেশটির ফৌজদারি আইনের ৪২০ ধারার অধীনে বিচার পরিচালিত হবে বলে সংবাদ সম্মেলনে জানান ফাজলিসিয়াম।