অনৈতিক কাজে জড়িত থাকায় বাংলাদেশে পাঠানো হলো কুয়েত প্রবাসীকে
বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে কুয়েত থেকে মিজান আল-রহমান নামে এক বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দিয়েছে কুয়েত। তার কর্মকাণ্ডে কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছিল বলে বাংলাদেশ দূতাবাসের অভিযোগ।
নারী সংশ্লিষ্ট অশ্লীলতাসহ বেশকিছু অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে গত ১০ অক্টোবর কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী মিজান আল-রহমানকে গ্রেপ্তার করে এবং গত বৃহস্পতিবার তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
কুয়েত দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ১০ মাস আগে কুয়েতে বাংলাদেশ দূতাবাস ভাঙচুর ও শ্রমিক বিদ্রোহে মিজানের সম্পৃক্ততা ছিল। এ ছাড়া কুয়েতের ভিসা ব্যবসায়ী দালালচক্র ও বিভিন্ন অবৈধ ব্যবসায়ীদের সঙ্গেও মিজানের সখ্য ছিল বলে দূতাবাসের বিবৃতিতে বলা হয়।
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিজানের গ্রেপ্তার এবং বাংলাদেশে পাঠানোর বিষয়টি কুয়েত দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান নিশ্চিত করেছেন।
দেশটির বাংলাদেশ দূতাবাসের জ্যেষ্ঠ এ কর্মকর্তা জানান, মিজানের নানা অনৈতিক কাজে জড়িত থাকার সব প্রমাণাদি দূতাবাসের হাতে রয়েছে।
অপরাধ থেকে বিরত থেকে, দেশটিতে বাংলাদেশের শ্রমবাজারের ভাবমূর্তি তুলে ধরতে, প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন দুতাবাসের দূতালয় প্রধান ও কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামান। এ ছাড়া মিজানের দেওয়া স্বীকারোক্তিতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে বলে কুয়েত প্রশাসনের বরাত দিয়ে জানান মোহাম্মদ আনিসুজ্জামান।