মালয়েশিয়ায় বিভিন্ন স্থানে তারেক রহমানের জম্মদিন পালিত
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরসহ বিভিন্ন স্থানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন পালিত হয়েছে। স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে জন্মদিন পালন করা হয়।
কুয়ালালামপুরের বিসমিল্লাহ হোটেলে গতকাল শুক্রবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল।
অনুষ্ঠানের বক্তব্যে বাদলুর রহমান খান বাদল বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্ররে প্রচলন করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু বর্তমান আওয়ামী সরকারের সময়ে দেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। সেই গণতন্ত্রকে আবারও ফিরিয়ে আনতে হবে এবং এই গণতন্ত্র শুধু তারেক রহমানের হাতেই নিরাপদ।
বিশেষ অতিথির বক্তব্যে মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ বলেন, তারেক রহমানের এ জন্মদিন তিনি দেশবাসীর সঙ্গে উদযাপন করতে পারতেন। কিন্তু সরকার তাঁকে মিথ্যা মামলা দিয়ে দেশছাড়া করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমান সরকার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দেশের বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা ধুয়া তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির রায় দিয়ে হত্যার চেষ্টা করছে।’
মালয়েশিয়া বিএনপি সহ-দপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশিরের পরিচালনায় কোতারায়া শাখা বিএনপির সভাপতি মো মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি সহ-সাধারণ সম্পাদক এস এম রহমান নিপু, আবদুল্লাহ আল মামুন (লিটন), সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রতন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী, কাজী সোহেল মাহমুদ, যুবদলের দপ্তর সম্পাদক বাদল কারার আরো বক্তব রাখেন দিদার হোসেন, সাদেকুর রহমান সাদেক, জাহাঙ্গীর আলম তুষার, প্রিন্স মাহমুদ, হাজি সফিকুল ইসলাম রাসেল, সাজেদুল ইসলাম বাদল প্রমুখ। পরে মাসুদ রানাকে সভাপতি, রতনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য কুয়ালালামপুর কোতারায়া বিএনপি পুনাঙ্গ কমিটি ঘোষণা করেন বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।
এর আগে অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত করা হয়। পরে অনুষ্ঠান শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
জন্মদিন পালন করল স্বেচ্ছাসেবক দল
কুয়ালালামপুরের স্থানীয় একটি রেস্টুরেন্টে গতকাল শুক্রবার তারেক রহমানের ৫১তম জম্মদিন পালন করেছে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল।
মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলমের সঞ্চালনায় এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রতনের সভাপতিত্বে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তৃতা করেন।
অনুষ্ঠানের বক্তব্যে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রতন বলেন, ‘তারেক রহমান আমাদের মাঝে স্বশরীরে বর্তমানে উপস্থিত না থাকলেও সাদৃশ্যভাবে তাকে সঙ্গে নিয়েই আমাদের পথচলা।’ তিনি আরো বলেন, যাঁর প্রতি দেশের গণমানুষের অবাধ বিশ্বাস ও আস্থা রয়েছে, তাকে মহান সৃষ্টিকর্তা আমাদের জন্যই রক্ষা করেছেন এবং তিনি অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন।’
পরে বিশেষ মোনাজাত, দোয়া ও কেক কেটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মবার্ষিকী পালন করা হয়।
জন্মদিন পালন করল মালয়েশিয়ার আম্পাং বিএনপি
স্থানীয় সময় সন্ধা ৭টা কুয়ালালামপুরের আম্পাংয়ের স্থানীয় একটি রেস্টুরেন্টে তারেক রহমানের জন্মদিন পালন করেছে আম্পাং বিএনপি। কেক কাটার মধ্য দিয়েই শুরু হয় মূল অনুষ্ঠান।
আম্পাং বিএনপি নেতা ইমান আলীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আম্পাং বিএনপি নেতা মোহাম্মদ জহির কাজী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলি উল্লাহ জাহিদ।
অনুষ্ঠানের বক্তব্যে অলি উল্লাহ জাহিদ বলেন, তারেক রহমানের জনপ্রিয়তা স্বৈরাচার শেখ হাসিনা সহ্য করতে পারছেন না। জিয়া পরিবারের ওপর নানাভাবে অত্যাচার করছে। বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তারেক রহমান কখন দেশে ফিরবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, আম্পাং বিএনপি নেতা কিবরিয়া, স্বপন, মঞ্জু, ইউসুফ, বাবুল, রিমন প্রমুখ।
জন্মদিন পালন করেছে মালয়েশিয়া পুচং মাজু জায়া বিএনপি
মালয়েশিয়া পুচং মাজু জায়া বিএনপির উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন পালন করা হয়েছে। তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।