জাতীয়তাবাদে বিশ্বাসী প্রবাসীদের নিয়ে কাজ করবে তরুণ প্রজন্ম দল
‘আমরা যদি থাকি সৎ,পরিবর্তন সম্ভব’ স্লোগান নিয়ে মালয়েশিয়ায় বিএনপি-সমর্থিত সংগঠন হিসেবে যাত্রা শুরু করল বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল।
মালয়েশিয়া বিএনপির সমর্থিত সংগঠন হিসেবে অনেক দিন ধরেই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে এলেও গতকাল রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংগঠনটি। এ সময় মালয়েশিয়া শাখার ৭১ সদস্যের কমিটির পরিচিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।
গতকাল মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে তরুণ প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিল্কি নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সভাপতি জোসেবুল আলম বিপ্লব ও সাধারণ সম্পাদক টিপু সুলতান।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, মালয়েশিয়ায় অবস্থানরত জাতীয়তাবাদে বিশ্বাসী সব প্রবাসী তরুণকে সঙ্গে নিয়ে বাংলাদেশের পার্থিব উন্নয়নে এবং প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়াই এ সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
এ সময় নবগঠিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ অক্টোবর জোসেবুল আলম বিপ্লবকে সভাপতি, টিপু সুলতানকে সেক্রেটারি ও সোহেল রানা মিল্কিকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল মালয়েশিয়া শাখার অনুমোদন দেন জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মুখলেসুর রহমান তালুকদার ও সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান তারেক।