মালয়েশিয়া উম্মাটিক ফেস্টিভালে চ্যাম্পিয়ন বাংলাদেশ
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘উম্মাটিক ফেস্টিভাল ২০১৫’-এর চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। উৎসবে অংশ নেওয়া ৫০টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ১৮ সদস্যের নৃত্যদল।
প্রতিবছরের মতো এবারও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) এই ‘উম্মাটিক ফেস্টিভাল’-এর আয়োজন করে। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের কালচারাল অ্যাকটিভিটি সেন্টারে (সিএসি) অনুষ্ঠিত হয় উৎসবের চূড়ান্ত পর্ব। আর গতকাল সোমবার রাতে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে ভারত।
গত ২৪ থেকে ৩০ নভেম্বর সাত দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৫০টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন।
উৎসবস্থল সিএসির দর্শক গ্যালারিতে বাংলাদেশের পতাকা হাতে উপস্থিত হন মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশের প্রতিযোগীদের পরিবেশনা চলার সময় তাঁরা বাংলাদেশ স্লোগানে মুখরিত করে তোলেন পুরো হলরুম।
গত রাতে চূড়ান্ত পর্বের বিজয়ী হিসেবে যখন বাংলাদেশের নাম প্রথম ঘোষণা করা হয়, তখন বাংলাদেশি শিক্ষার্থীদের উল্লাসে মিলনায়তনটি যেন এক চিলতে বাংলাদেশে পরিণত হয়।
উৎসবে উপস্থিত পিয়ার আহমেদ আকাশ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের দেশের শিক্ষার্থীরা যেভাবে বাংলাদেশের সংস্কৃতিকে বিদেশিদের কাছে উপস্থাপন করেছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।’
আরেক শিক্ষার্থী সৈয়দ মিনহাজুর রহমান মিনহাজ বলেন, ‘আমরা বিজয়ী জাতি তাই এখানেও বিজয় ছিনিয়ে এনেছি।’
আইআইইউএমের ছাত্রী ফাহরিবা আবদুল্লাহ চিশতী বলেন, ‘বাংলাদেশি ভাইরা দেশের পতাকার মান রক্ষা করেছে। আমি বাংলাদেশি হিসেবে খুব গর্ব করি।’
আইআইইউএম বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী মাহমুদ খালিদ এনটিভি অনলাইনকে জানান, বাংলাদেশ কমিউনিটি বিদেশের মাটিতে দেশকে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে। এই বিজয়ের মাধ্যমে সেই কাজ অনেকটাই সফল হয়েছে বলে আমরা মনে করি। এ ছাড়া কমিউনিটির পক্ষ থেকে মালয়েশিয়ার সকল বাংলাদেশিকে অনুষ্ঠানে আসার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি।
মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ছাড়াও সাধারণ মানুষ এসব অনুষ্ঠান উপভোগ করেন। বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা দেখে তাঁরা আনন্দ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে তাঁরা আগত দর্শকরা বাংলাদেশি স্টল পরিদর্শন করেন।