মালয়েশিয়ায় বিজয় দিবস উদযাপন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির মালয়েশিয়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মালয়েশিয়া বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান। শুরুতে জাতীয় সংগীত ও পরে দলীয় সংগীত পরিবেশন করা হয়। মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
স্মরণিকার মোড়ক উন্মোচন শেষে মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল স্বাগতিক বক্তব্যে বলেন, ‘১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম গৌরব ও আনন্দের দিন। পৃথিবীর মানচিত্রে আমাদের স্বাধীনতার ও স্বকীয়তার আত্মপ্রকাশের দিন। নতুন প্রজন্মের কাছে এই বার্তা প্রকাশের দায়িত্ব আমাদের সবার।’
বাদল জানান, এ আয়োজনে মালয়েশিয়া জাতীয়তাবাদী দল ও তার অঙ্গসংগঠনের সব নেতাকর্মী অক্লান্ত শ্রম দিয়েছেন। তাঁরা বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের আদর্শের সৈনিক।
‘আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
মালয়েশিয়া বিএনপির অনুষ্ঠান দেখতে মালয়েশিয়ার পেনাং রাজ্য থেকেও ছুটে এসেছেন প্রবাসী বাংলাদেশিরা।
নুসরাত জাহান নুসরাতের ‘পাঞ্জাবিওয়ালা’, ‘আমার ঘুম ভাংগাইয়া গেল রে মরার কোকিলে’ গানগুলো শুনে প্রবাসীরা নাচতে শুরু করেন। সুমাইয়া শফিকের ‘মিলন হবে কত দিনে’ গানটি সঙ্গে প্রবাসীরা গাইতে থাকেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ কালচারাল সেন্টার মালয়েশিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিমককউইং বিশ্ববিদ্যালয়ের জাফর ফিরোজ ও লিঙ্কন কলেজের ছাত্রী আঁখি মজুমদার।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. গোলাম মোস্তফা, আবদুল জলিল লিটন, আবদুর রউফ লিটন, এস এম জাহাঙ্গীর আলম, শাখাওয়াত হোসেন, এ এস এম ফজলুল করিম সোহরাব, ওয়ালি উল্লাহ জাহিদ, সিরাজুল ইসলাম মাহমুদ, মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, মালয়েশিয়া বিএনপির দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম (রতন), সহদপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির, কোতারায়া বিএনপির সভাপতি মাসুদ রানা, মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াছ, যুবদলের সহসভাপতি মঞ্জু খান, যুবদল নেতা নাসির উদ্দিন নাসির, মোহাম্মদ মিনহাজ, যুবদলের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, মুরাদ ও কাজী সোহেল সুলতান সালাউদ্দিন।