মালয়েশিয়ায় বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালন
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মালয়েশিয়ায় ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করেছে মালয়েশিয়া বিএনপি। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সংগঠনটির মালয়েশিয়া কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ জানুয়ারি নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট ছাড়া নির্বাচিতদের জনগণের প্রতিনিধি বলা যায় না। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মানুষ হত্যা করে দেশে রাজতন্ত্র কায়েম করার চেষ্টায় রয়েছে।
বক্তারা বলেন, ‘দেশে গণতন্ত্রের নাম-নিশানা নেই। মানুষের কথা বলার স্বাধীনতা নেই। জুলুম-নির্যাতনের ভয়াবহতা সর্বত্র। গণতন্ত্র আজ বিপন্ন। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে বিএনপির নেতৃত্বে মুক্তিকামী জনতাকে আবারো ঐক্যবদ্ধ হতে হবে।’ বক্তারা বলেন, ‘বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে। এ অবস্থায় দেশ ও প্রবাসের জাতীয়তাবাদী সৈনিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। গণতন্ত্র হত্যা দিবসে নয়াপল্টনে খালেদা জিয়ার সমাবেশে উপস্থিত জনসমুদ্রই প্রমাণ করে, এই অবৈধ সরকার জনগণ চায় না। বর্তমান অবৈধ সরকারের অপশাসন আর দুঃশাসনের অবসান ঘটাতে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিতদের বিএনপির ব্যানারে কাজ করতে হবে।’
সমাপনী বক্তব্যে মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, ‘দেশে এখন কারো স্বাধীনতা নেই। জনগণের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা নেই। তারা এখন আর ইচ্ছামতো সত্য প্রকাশ করতে পারছে না।’
বাদলুর রহমান খান আরো বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে খারাপ কাজ করানো হচ্ছে। সরকার শুধু গণতন্ত্রকে নয়, মানুষকেও হত্যা করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ মানুষ হত্যা করে দেশে রাজতন্ত্র কায়েম করার চেষ্টা করছে।’ তিনি আরো বলেন, ‘মানুষ গুম করে, খুন করে রাজতন্ত্র কায়েম করার যে চেষ্টা আপনারা করছেন, তা কোনো ভালো ফল বয়ে আনবে না। আওয়ামী লীগের অধীনে কোনো দিন গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, হবেও না।’
আলোচনা সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মাহবুব আলম শাহ, সহসভাপতি গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহসাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, ওয়ালী উল্লাহ জাহিদ, এস এম নিপু, আবদুল্লাহ আল মামুন লিটন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক বশির আলম, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, কোতারায়া বিএনপির সভাপতি মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে মালয়েশিয়া বিএনপির একশ দিনের কর্মসূচির অংশ হিসেবে মহান বিজয় দিবসের স্মরণিকা উপস্থিত নেতাকর্মীদের হাতে তুলে দেন মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমান।