স্পেনে গাজীপুর জেলা সমিতির সংবর্ধনা অনুষ্ঠান
স্পেনের মাদ্রিদে গত রোববার একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গাজীপুর জেলা সমিতি স্পেন শাখা। সমিতির সদস্য তামিজ উদ্দিনের স্থায়ীভাবে লন্ডন চলে যাওয়া উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
স্পেনের একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সমিতি স্পেন শাখার আহ্বায়ক মুরশেদ আলম তাহের। আমিনুল হক আলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আশিম রিবেরি, যুগ্ম আহ্বায়ক রিপন মোল্লা, সমিতির নেতা ওমর ফারুক, দেলওয়ার হুসেন, মালেক মিয়া, ইসমাইল হুসেন, আল আমিন, মজিবুর রহমান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে তামিজ উদ্দিন বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কাছে থাকতে চাই। মৃত্যুর পর আপনাদের স্মৃতিতে বাঁচতে পারলেই সেটি হবে পরম সার্থকতা। জীবনের সকল পর্যায়ে সততা ও নিষ্ঠা নিয়ে চললে মানুষের ভালোবাসা পাওা যায়, যা টাকা দিয়ে পাওয়া যায় না।’