মালয়েশিয়ায় আরাফাত রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিনটির স্মরণে আগামী রোববার (২৪ জানুয়ারি) বাদ আসর হাং তুয়া মসজিদে মালয়েশিয়া বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টা ৩০ মিনিটে কোরআনখানি, বেলা দেড়টায় এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ। এ ছাড়া বেলা ২টা ৩০ মিনিটে আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং এরপর কোকোর বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়ার জোহর প্রদেশ বিএনপির উদ্যোগে দেচা সিমিলাংয়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে রাত ৮টা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া পেনাং, মালাকা, শাহালম, কেলাংসহ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
দিনটি উপেলক্ষে মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ দেশটিতে অবস্থানরত সব প্রবাসী ও বিএনপির নেতাকর্মীদের মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ করেছেন।