মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিনটির স্মরণে আজ রোববার বাদ আসর হাং তুয়া মসজিদে মালয়েশিয়া বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় আজ সকাল ১০টা থেকে পবিত্র কোরআনখানি ও দরুদ শরিফ পড়া শুরু হয়। জহুরের নামাজ শেষে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন কোতারায়া বাংলা মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন। মোনাজাতে তিনি মহান আল্লাহর দরবারে মরহুম কোকোর জন্য দোয়া করেন, আল্লাহ যেন আরাফাত রহমান কোকোকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
বেলা দেড়টায় এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এরপর বেলা ২টা ৩০ মিনিটে আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং এরপর কোকোর বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোকোর জন্য আয়োজিত মিলাদ মাহফিলে শরিক হন মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, সহসভাপতি হাজি জাকির হোসেন, আব্দুল রউফ লিটন, মোহাম্মদ সেলিম ভুইয়া, গোলাম মোস্তফা, আব্দুল জলিল লিটন, সহসাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, ফজলুল করিম সোহরাব, এস এম রহমান নিপু, আব্দুল্লাহ আল মামুন লিটন, সিরাজুল ইসলাম মাহমুদ। এ ছাড়া মালেয়শিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রতন, সহ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির ও আলী আকবার, ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহসভাপতি মোহাম্মদ মঞ্জু খান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, সেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রতন তালুকদার, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক খলিল মাতবর, কোতারায়া বিএনপি সভাপতি মাসুদ রানা, ক্লাং শাখা বিএনপির সভাপতি মো জাকির হোসেন, ক্লাং শাখা বিএনপির সধারণ সম্পাদক তফাজ্জল, ক্লাং শাখা বিএনপির যুগ্নসধারণ সম্পাদক মো মনির, পাংশা পুরি বিএনপি সভাপতি মোহাম্মদ মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান জিয়াউর রহমান ও খালেদার জিয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ২৭ জানুয়ারি তাঁর লাশ দেশে নেওয়া হয়। এরপর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে কোকোর লাশ দাফন করা হয়।