মালয়েশিয়ায় ক্রিকেট নিয়ে মাতলেন বাংলাদেশি শিক্ষার্থীরা
মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটি কলেজে অনেক বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। এ কলেজের উদ্যোগে সম্প্রতি আয়োজন করা হয় এক ক্রিকেট টুর্নামেন্ট। এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় গত ২৮ জানুয়ারি। ফলে এই খেলা ছিল বাংলাদেশিদের জন্য এক ধরনের উৎসব।
ইউনিভার্সিটির পাশেই অবস্থিত সেকুলা মায়াং প্লে গ্রাউন্ডে ফাইনালে মুখোমুখি হয় লিংকন ক্রিকেট ক্লাব ও ডিকেপি ক্রিকেট একাদশ। ডিকেপি একাদশকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় লিংকন ক্রিকেট ক্লাব।
ফাইনালে অতিথি হিসেবে খেলা উপভোগ করেন লিংকন ইউনিভার্সিটি কলেজের এশিয়াবিষয়ক পরিচালক এস এম জহিরুল ইসলাম সবুজ, স্টুডেন্ট ওয়েলফেয়ার পরিচালক মার্গারেট জুডি, রেজিস্ট্রার হাফিজা, আবদুল মোমেন, ইদ্রিস আলী, শামীম রেজা, আমিনুল ইসলাম রাহাত, মশিউর রহমান, সুমন সরকার ও নিয়াজ মোর্শেদ রাসেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি ছাত্র সংসদের সাবেক সহসভাপতি সাইদুর রহমান, বর্তমান সহসভাপতি শাকিল মাহমুদ, স্টুডেন্ট কাউন্সিলের সম্পাদক আবদুর রহমান জুয়েল। শিক্ষার্থীদের মধ্যে ছিলেন ওয়াসিম, ওয়াজেদ, রিপন মিয়া, ধ্রুবদাসসহ আরো অনেকে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এস এম জহিরুল ইসলাম বলেন, ‘লিংকন ইউনিভার্সিটি কলেজে বাংলাদেশের প্রচুর শিক্ষার্থী পড়াশোনা করে। প্রবাসে যেন এক টুকরা বাংলাদেশ আমাদের এই ক্যাম্পাস। আমাদের হৃদয়ে আছে ক্রিকেট। লিংকন ইউনিভার্সিটি সব সময়েই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অনুপ্রেরণা দেয়। ভবিষ্যতেও আমাদের এই অনুপ্রেরণা অব্যাহত থাকবে।’