সিঙ্গাপুর মাতালেন বাংলাদেশি শিল্পীরা
সিঙ্গাপুর মাতালেন বাংলাদেশের সাংস্কৃতিক জগতের জনপ্রিয় কয়েকজন তারকা। ‘আশিয়ান গ্রুপ অ্যানুয়াল কালচারাল নাইট সিঙ্গাপুর’ শিরোনামের এই অনুষ্ঠানে নাচে-গানে মাতিয়ে রাখলেন বাংলাদেশের জনপ্রিয় তারকারা।
বাংলাদেশ সোসাইটি সিঙ্গাপুরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সিঙ্গাপুর পলিটেকনিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করেন ‘কানেকটিং এইজ’ ও ‘অরেঞ্জ ৩৬০ লিমিটেড।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশনার মাহবুব উজ জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসবিএসের সভাপতি মো. সাহিদুজ্জামান।
জমকালো এই অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চু। এ ছাড়া ছিলেন, সংগীতশিল্পী সফি মণ্ডল, সজল, অভিনেত্রী বাঁধন ও নায়লা নাঈম। অনুষ্ঠানে ছিল শায়লা আহমেদ লিমার পরিচালনায় ভঙ্গিমা নৃত্যগোষ্ঠীর মনোমুগ্ধকর পরিবেশনা ও জাদুশিল্পী আলীরাজ পরিবেশন করেন চমৎকার জাদু।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাশেদ খান মেনন বলেন, ‘এই মাসটি ভাষার মাস। প্রথমে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই উন্নয়নের সবচেয়ে বড় অবদান আপনারা প্রবাসীরা। আজ বাংলাদেশের কয়েক বিলিয়ন রেমিটেন্স রিজার্ভ রয়েছে যা শুধুমাত্র আপনাদের জন্য সম্ভব হয়েছে।’
এসবিএসের বর্তমান প্রেসিডেন্ট সাহিদুজ্জামান বলেন, ‘প্রবাসে কর্মক্লান্ত শরীর আর মন সবগুলোতে মরীচিকা পড়ে যায়, তাই মাঝে মাঝে এমন বিনোদন আয়োজনের মাধ্যমে সে মরীচিকা দূর করতে হবে। আমরা এমন আয়োজন সব সময় করতে চাই। তবে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।’
আয়োজক প্রতিষ্ঠান ‘কানেকটিং এইজ’-এর প্রধান বিপণন কর্মকর্তা শরিফ সাব্বির বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বব্যাপী আরো জনপ্রিয় ও প্রবাসী বাঙালিদের দেশীয় সংস্কৃতির বিনোদনের চাহিদাকে পূরণ করার লক্ষ্য নিয়েই এই আয়োজন।’ তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রবাসী ভাইবোনেরা আমাদের সংস্কৃতির প্রতি ভালোবাসার প্রতিফলন হিসেবে অনুষ্ঠানটিতে উপস্থিত হন। প্রবাসীরা নিজেদের মতো করে বাংলাদেশের সংস্কৃতি লালন করে চলছেন। কিন্তু তার পরও তাঁরা অনেকভাবে বঞ্চিত। তাঁদের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এ রকম একটি অনুষ্ঠান আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে।’