বার্মিংহামে ‘বিজনেস ফ্রেন্ডস অব এনটিভি রেকগনেশন সেরেমনি’
‘সময়ের সাথে আগামীর পথে’—ঠিক এই স্লোগানের মতোই কাজ করে যাচ্ছে ইউরোপে বর্তমান সময়ের সবচেয়ে দর্শকনন্দিত বাংলা টেলিভিশন চ্যানেল এনটিভি। এবার বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ‘বিজনেস ফ্রেন্ডস অব এনটিভি রেকগনেশন সেরেমনি-২০১৬’।
মূলত এ অনুষ্ঠানের মাধ্যমে এ অঞ্চলের সফল ও পরিশ্রমী কয়েকজন ব্যবসায়ীকে সম্মানিত করে তাদের মেধা ও শ্রমের সঠিক স্বীকৃতি জানানোই এনটিভির মূল লক্ষ্য। ৯ ফেব্রুয়ারি বার্মিংহামের ক্রাউন ব্যাংকুটিং হলে জাঁকজমকপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্বদের সম্মাননার পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠানও ছিল এ আয়োজনে। আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন। আরো উপস্থিত ছিলেন এনটিভির ডিরেক্টর মোস্তফা সারোয়ার বাবু, বার্মিংহামের ডেপুটি মেয়র, বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনারসহ স্থানীয় কমিউনিটি ব্যক্তিরা।
এনটিভির ইউরোপের নর্থ, নর্থ ওয়েস্ট ও মিডল্যান্ডসের ব্যুরোপ্রধান ফারছু আহমেদ চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠিত ‘বিজনেস ফ্রেন্ডস অব এনটিভি রেকগনেশন সেরেমনি’ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল ইউরোপের সেরা বাংলা টিভি এনটিভির দর্শক, কলাকুশলী আর অগণিত ভক্তের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে।
ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ শিল্পনগরী বার্মিংহামের ৩২টি এশিয়ান ব্যবসায়ী প্রতিষ্ঠানকে স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করে ব্রিটেনের বর্ষসেরা বাংলা টেলিভিশন চ্যানেল, এনটিভি ইউরোপ। ব্রিটেনের বাঙালিসহ এশিয়ানদের অবদান ও অর্জনকে তুলে ধরতে এনটিভির এ আয়োজনের অংশ।
ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, শিক্ষা, কূটনীতি, জনপ্রতিনিধিসহ সর্বক্ষেত্রের গুণীজনের উপস্থিতিতে সরব হয়ে উঠেছিল পুরো অনুষ্ঠান।
অনুষ্ঠানে এনটিভির বিভিন্ন কাজের মূল্যায়নস্বরূপ নর্থ, নর্থ ওয়েস্ট ও মিডল্যান্ডসের ব্যুরোপ্রধান ফারছু আহমেদ চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়।