অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশনে ভাষাশহীদদের স্মরণ
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় ভাষাশহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার হাইকমিশনের শহীদ মিনারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, রোববার দিনের প্রথম প্রহরে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন সেখানকার শহীদ মিনারে ফুল দেন। এ সময় হাইকমিশনের সব কর্মকর্তা ও স্থানীয় কমিউনিটির ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে সকাল ৯টায় হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সময় ভাষাশহীদদের জন্য দোয়া করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।
ভাষাশহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ক্যানবেরার বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিরা অংশ নেন। সভায় হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করেন এবং ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, একুশের চেতনা বাংলাদেশিদের জাতীয়তাবাদের উদ্বুদ্ধ করে।
সভা শেষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।