অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হলো ২০তম বিডি গোল্ড কাপ
সিডনির শহরে রোববারের রোদেলা দুপুর। স্থান- রুটি হিল ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। সবকিছুতেই যেন কিছুটা বাড়তি আনন্দ। স্কুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কিংবা সদলবলে হাজির পরিবারের সদস্যরা। কারো ছেলে, কারো ভাই বা নিকটাত্মীয় খেলছে ফাইনালে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রায় দুই ডজনের বেশি দল থেকে ফাইনালে এসেছে দুটি দল।
রুটি হিল ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দূর থেকেই দেখা যায় কিছু একটা হচ্ছে। ভিন দেশিদের স্বাগত জানাচ্ছে মাঠে দাঁড়িয়ে থাকা লাল সবুজের বাংলাদেশের পতাকা। মাঠে ছড়িয়ে থাকা খেলোয়াড়দের পাশাপাশি মাঠে আসা দর্শকদের উৎসাহেরও কমতি নেই। আর এভাবেই তুমুল উৎসাহ ও উদ্দীপনায় রোববার অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের ক্রীড়া উৎসব বিডি গোল্ড কাপের ২০তম আসর এবং পুরস্কার বিতরণী-২০১৬।
রোববার ক্রিকেট মাঠে হাজির হয়ে বাংলাদেশি তরুণদের স্বাগত জানান নিউসাউথ ওয়েলস (এনএসডব্লিউ) ক্রিকেটের কর্মকর্তা, সাবেক এনএসডব্লিউ প্রিমিয়ারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউসাউথ ওয়েলসের আয়োজনে বিডি গোল্ড কাপ এই বছর পা দিল ২০তম বছরে। বাড়তি পাওয়া হিসেবে আছে অস্ট্রেলিয়া ক্রিকেটের সঙ্গে কাজ করে নিজেদের পরিধি আরো বাড়ানো। অনেক প্রবীণ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হয়েছেন তাঁদের ২০ বছরের অপ্রকাশিত গল্পগুলো ভাগাভাগি করতে। কোনো মা বলেই যাচ্ছেন তাঁদের সেই ২০ বছর আগের খেলার কথা।
সমাজসেবক, সাংবাদিক ও গবেষক ড. নারগিছ বানু এসেছেন তাঁর এই দেশে জন্ম নেওয়া তৃতীয় প্রজন্মের সন্তান নিয়ে। তিনি জানান, ২০ বছরের পুরোনো সংগঠনের ইতিহাস। নারগিস বানু বলেন, আজকের এই বিশাল আয়োজন এই কমিউনিটির সবার। যেহেতু এত দিন এই সংগঠনকে লালন করতে পেরেছি এখন আর ভয় নেই। আগামী দিনে বিডি গোল্ড কাপ হবে আমাদের নতুন প্রজন্মের অনুপ্রেরণা।
সাপ্তাহিক ছুটির দিন থাকায় কিছুটা বাড়তি চাপ ছিল গ্যালারিতে। এনএসডব্লিউ অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক ছিলেন সেই ২৮ বছরের তরুণের মত। পুরো পরিবারকে নিয়ে তিনি এসেছেন এই উদযাপনে শামিল হতে। পরিবারের সদস্যদের নিয়ে ভর দুপুরে তিনি মাতিয়ে রেখেছেন পুরো ক্রিকেট গ্রাউন্ড।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউসাউথ ওয়েলসের সভাপতি শফিক বলেন, অনেক বাধা পেরিয়ে আজকের এই উৎসব। কমিউনিটির সবাইকে তিনি ধন্যবাদ জানান। আর এ কাজে সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান এনটিভি অস্ট্রেলিয়াকে।
অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন নাছিম সামাদ, সাবেক সভাপতি রহমত উল্লাহ , অ্যাডভোকেট মোবারক হোসেন, ড. আবদুল ওহাব বকুল, আবুল হাছান, এ্যানি সাবরিন, ড. মোতালেব প্রমুখ। নবীণ-প্রবীণ মিশ্রণে পুরো অনুষ্ঠান ছিল বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে আরো একধাপ এগিয়ে যাওয়ার বাস্তব রেখা।