মালয়েশিয়ায় শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত
বিনম্র শ্রদ্ধায় মালয়েশিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জম্মবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এ সময় হাইকমিশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার মো. শহীদুল ইসলাম।
এরপর মালয়েশিয়া আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, ছাত্রলীগ নেতারাও পুষ্পস্তবক অর্পণ করে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
হাইকমিশনার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাণী পাঠ করেন লেবার কনসুলার সায়েদুল ইসলাম মুকুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) রইছ হাসান সারোয়ার, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য) ধনঞ্জয় কুমার, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন ফাস্ট সেক্রেটারি বেগম তাহমিনা ইয়াসমিন প্রমুখ।
সভায় হাইকমিশনার মো. শহীদুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে আমরা বিশ্বদরবারে পরিচিতি পেয়েছি। আমরা একটি দেশ পেয়েছি। শিশুরা পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে-এমনই চিন্তা ছিল বঙ্গবন্ধুর।’
শহীদুল ইসলাম আরো বলেন, ‘বঙ্গবন্ধু দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধশালী দেশ গড়তে চেয়েছিলেন। তিনি শিশুদের খুব ভালোবাসতেন। তিনি চেয়েছিলেন প্রতিটি শিশু লেখাপড়া করবে, এ দেশের নেতৃত্ব দেবে। তাই বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে আমরা ঘোষণা করেছি।’
অনুষ্ঠান শেষে হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর জন্মদিনের কেট কাটেন। পরে দিব্সটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন।