কুয়েত রেডিওতে বাংলা অনুষ্ঠান চালু হচ্ছে
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের রাষ্ট্রীয় রেডিওতে বাংলা অনুষ্ঠান সম্প্রচারের জন্য নতুন পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে প্রধান পৃষ্ঠপোষক ও কাউন্সেলর (শ্রম) প্রধান সমন্বয়কারী করে মোট ১২ জনের কমিটি গঠন করা হয়েছে।
কুয়েত রেডিওর বাংলা অনুষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. শাহরিয়ার হুদা, শহীদ ইসলাম, লুৎফর রহমান আলী, ডা. এস এম মনিরুজ্জামান, সাদিকা ইয়াসমিন রচনা, নাফিজ জাহান জোয়াদ্দার, জামাল মুর্তজা আলী দিপু, আতাউল গনি মামুন, সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন এবং রফিকুল ইসলাম ভুলু।
এই কমিটি রেডিও কুয়েত বাংলা অনুষ্ঠান নিয়মিত প্রচারের জন্য নীতি নির্ধারণ, বাংলা অনুষ্ঠান পরিচালনার বিষয়ে সার্বিক সমন্বয় করাসহ প্রয়োজনে উপকমিটি গঠন করতে পারবে। উপকমিটির কর্মপরিধির মধ্যে থাকবে রেডিও কুয়েতে বাংলা অনুষ্ঠান তৈরি ও সার্বিক সমন্বয়।
এ ছাড়া কমিটির সদস্য সাদিকা ইয়াসমিন রচনাকে আহ্বায়ক করে ১২ সদস্য একটি সম্প্রচার ও কারিগরি উপকমিটি গঠন করা হয়।