ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত
মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বিডিএসএর উদ্যোগে পালিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। দিবসটি পালনে সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিডিএসএর প্রেসিডেন্ট মোহাম্মাদ জিয়াউর রহমান বলেন, ২৬ মার্চ সার্বভৌম বাংলাদেশের গৌরবোজ্জ্বল সূচনার দিন। স্বাধীনতার বাঁধনহারা আনন্দে, উৎসবে উদ্বেলিত হওয়ার দিন। যাঁদের ত্যাগ আর রক্তে অর্জিত এই স্বাধীন ভূখণ্ড, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। মুক্তির আনন্দে সমৃদ্ধির শপথে মুষ্টিবদ্ধ হওয়ার দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণায় উদ্দীপ্ত হয়ে মুক্তির লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল এ দেশের মানুষ। ঘোষণা হয়েছিল বাংলার স্বাধীনতা।
পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেই এনজে, বিডিএসএর ভাইস প্রেসিডেন্ট রাকিবুল হক ভূঁইয়া, বিডিএসএর উপদেষ্টা রজত শুভ্র চ্যাটার্জি, সেক্রেটারি জেনারেল জাইমা জাহিন নীধি, রাগিব রহমান, উজ্জ্বল চন্দ্র দাস প্রমুখ।