মালয়েশিয়ার জোহর প্রদেশের বিএনপির স্বাধীনতা দিবস পালন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালয়েশিয়া জোহর প্রদেশ শাখা । গতকাল রোববার জোহর বারুর বিএনপি কার্যালয়ে এসব অনুষ্ঠান আয়োজন করা হয়।
জোহর প্রদেশ বিএনপি সভাপতি এম জে আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কোটা ডিঙ্গি বিএনপি সাধারণ সম্পাদক আবদুল মজিদ।
সভাপতির সমাপনী বক্তৃতায় জোহর প্রদেশ বিএনপি সভাপতি এম জে আলম বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্র ফেরাতে বিভেদ ভুলে জনগণ, রাজনৈতিক দল এবং গণতন্ত্রপ্রেমীদের ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার ৪৪ বছর পরও আমাদের গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হচ্ছে। এখন মানুষের কোনো নিরাপত্তা নেই। মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। দেশের অর্থনীতিকে বর্গীর মতো লুট করা হচ্ছে। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আমরা স্বাধীনতা দিবস পালন করছি।’
এম জে আলম আরো বলেন, আজ অধিকার আদায়ের জন্য তরুণরা প্রাণ দিচ্ছে। ব্যাংকের টাকা লুট হয়ে যাচ্ছে। সত্যিকার গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি । তিনি আরো বলেন, জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ বিপন্নপ্রায়। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে আবারও রাজপথে নামতে হবে এবং এই অবৈধ সরকার হটাতে হবে।’
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এম এ মান্নান, সহসভাপতি মোস্তফা হোসেইন ,সংগঠনিক সম্পাদক মো. জিল্লাল হোসেন প্রমুখ।
আলোচনাসভা শেষে কুয়ালালামপুর থেকে আগত বাংলাদেশ কালচারাল সেন্টারের শিল্পীরা সাস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে জোহর প্রদেশ আঞ্চলিক শাখা বিএনপির নেতাকর্মীরাও যোগ দেন।