কুয়েতে বাংলাদেশের সব ধরনের ভিসা উন্মুক্ত করার দাবি
কুয়েতে বাংলাদেশের সব ধরনের ভিসা উন্মুক্ত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ-কুয়েত জনশক্তি কর্মসংস্থান ব্যবসায়ী সমিতির নেতারা।
গত ২৩ মার্চ কুয়েতের সুইচ বেল প্লাজা হোটেলে সংগঠনটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান থেকে বাংলাদেশ সরকারের কাছে এ দাবি জানানো হয়।
এ ছাড়া কুয়েতে গৃহপরিচারিকা, ফ্যামিলি ভিসাসহ সব ধরনের ভিসার দ্বার উন্মুক্ত করার দাবি জানান সমিতির নেতারা।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতের একমাত্র বাংলা মাধ্যম স্কুলের চেয়ারম্যান শহিদ ইসলাম পাপুল।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সভাপতি আবদুল আওয়াল খান, বাংলাভিশনের বার্তাপ্রধান শেখ মোস্তফা ফিরোজ, কুয়েত আওয়ামী লীগের সভাপতি সাদেক হোসেন, বিএনপির সিনিয়র সহসভাপতি সোয়েব আহমেদ, বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম, সংগঠনের সিনিয়র সহসভাপতি আবদুল লতিফ, আবুল বাশার, মোহাম্মদ মিরন মিয়া, শেখ মুজিবুর রহমান ।
এ ছাড়া সমিতির যুগ্ম সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, কোষাধ্যক্ষ মকবুল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, জাহাঙ্গীর আলম বুলবুল, মোহাম্মদ সেলিম মিয়া, তারেকুল আলম সুমন, জামাল উদ্দিন, সুমন আহমেদ, সালাহ উদ্দিন, শেখ ফজলুল করিম, মহসিন বিশ্বাস, বেলালসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি কুয়েত জনশক্তি কর্মসংস্থান ব্যবসায়ী সমিতির এ নতুন কমিটি ঘোষণা করা হয়।