স্বাধীনতা দিবস পালন করল অস্ট্রেলিয়া বিএনপি
যথাযথ শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়া শাখা এবং এর বিভিন্ন অঙ্গসংগঠন। সম্প্রতি সিডনির ল্যাকাম্বা লাইব্রেরি হলে আয়োজন করা হয় বিপন্ন স্বাধীনতা নামে এক আলোচনা সভা। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক জাতীয়তাবাদী চেতনার মানুষের সমাগম হয়। বিএনপি অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী আহ্বায়ক মো. লুৎফুল কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অন্তর্বর্তী সদস্য সচিব মো. জাকির আলম লেনিন। কোরআন তিলাওয়াত দিয়ে অনুষ্ঠানের মূল কাযর্ক্রম শুরু হয়। তিলাওয়াত করেন যুবদল অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন উজ্জ্বল।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং লাখ লাখ শহীদের প্রতি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা বলেন, ‘আমরা লাখো প্রাণের বিনিময়ে পেয়েছি এই স্বাধীনতা। পাকিস্তানি শোষণ, অপশাসন, জুলুম, নিপীড়ন, দারিদ্র্য, কুশিক্ষা থেকে মুক্তি পেতেই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার মূল চেতনা সেই তিমিরেই রয়ে গেছে। স্বাধীনতার পর ৪৬ বছর অতিক্রান্ত হলেও আজও আমরা গণতন্ত্র থেকে বঞ্চিত এবং ন্যূনতম গণতন্ত্রের জন্য লড়াই করে জীবন দিতে হচ্ছে।’
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, গণতন্ত্র আজ অবৈধ হাসিনার দুঃশাসনের শিকলে বন্দি। একদলীয় বাকশালী চেতনা আজও জাতিকে বাহাত্তর-পঁচাত্তর যুগের দুঃশাসনে নিয়ে গেছে। সব ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, বিগত বছরগুলোতে অস্ট্রেলিয়া বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন বিদেশে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনে তা আরো বেগবান হবে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন মনিরুল হক জজ, রুহুল আহমেদ সওদাগর, সোহেল মাহমুদ ইকবাল, ডা. আবদুল ওয়াহাব, ফজলুল হক শফিক, কাউন্সিলর কার্ল সালেহ, মোবারক হোসেন, মো. আবুল হাছান ও সেলিম খান মুকুল। অনুষ্ঠানের শেষ অংশে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা অংশ নেন।