মালয়েশিয়ায় পহেলা বৈশাখ উদযাপন করবে ‘আমরা প্রবাসী যুবসংঘ’
মালয়েশিয়ায় বাংলা নববর্ষ উদযাপন করবে প্রবাসীদের অরাজনৈতিক সংগঠন ‘আমরা প্রবাসী যুব সংঘ’।
সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১৪ এপ্রিল কুয়ালালামপুরে ফুই চিও হলে সকাল ১০টার দিকে পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু হবে। চলবে রাত ১০টা পর্যন্ত।
অনুষ্ঠানসূচির মর্ধে রয়েছে পান্তা ইলিশ ভোজন, পহেলা বৈশাখের স্টল, লাকি ড্র, ভাগ্যবান তিনজনকে বিশেষ পুরস্কারসহ আরো ৪০টি সান্ত্বনা পুরস্কার। পরে মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে বলে জানান সংগঠনের সভাপতি হারুন আর রশিদ মিয়াজি, সাধারণ সম্পাদক ফিরোজ খান ও সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদেক।
অনুষ্ঠানে যোগ দিতে সংগঠনের পক্ষ থেকে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিদের আমন্ত্রণ জানানো হয়েছে।