মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীদের এক প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার আয়োজনে গত ১৯ মার্চ এই টুর্নামেন্ট শুরু হয়। গত শনিবার রাতে দামানসারার ভিএস ব্যাডমিন্টন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ব্যাডমিন্টন টুর্নামেন্টে ১৪টি দল অংশ নেয়। এর ফাইনালে এনামুল হক অনিক ও সোহেল রানাকে ২/১ পয়েন্টে হারিয়ে বিজয়ী হন তৌহিদুল ইসলাম খান ও সাইফ কামাল চৌধুরী।
বিজয়ীদের উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মহিউদ্দিন মাহি বলেন, সেগি ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলা আয়োজন করে বিদেশি শিক্ষাথীদের কাছে বাংলাদেশের পরিচয় তুলে ধরার চেষ্টা করছে। আজ ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে গোটা বিশ্ব এক নাম চেনে। তেমনি খেলা, সংস্কৃতি ও পড়াশোনা মাধ্যমে সেগি ইউনিভার্সিটির বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশকে এক নাম চেনে।
টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেন, ফ্লাইটিঙ্গেল হলিডেজ, ওয়ানস্টপ ট্রেডিং মার্ত, রেডিয়েন্ট আইপি টিভি, বাংলাদেশ মালয়েশিয়া ফোরাম অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়া।
স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার প্রেসিডেন্ট মহিউদ্দিন মাহি, সেক্রেটারি জেনারেল রবিউল ইসলাম, হেড অব জেপিজে পুলিশ মালয়েশিয়ার ড. কে এম লই, রেডিয়েন্ট আইপি টিভির ব্যাবস্থাপনা পরিচালক নাহিদুল হক, ফ্লাইটিঙ্গেল হলিডেজের সুমন কাজী, সেগি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট-এর স্যামুয়েল, সেগি চায়নিজ স্টুডেন্ট অ্যাম্বাসাডর লিলি, আয়াম খাজা প্রমুখ।