মালয়েশিয়া বিএনপির নববর্ষ উদযাপন
মালয়েশিয়ায় বাংলা নববর্ষ উদযাপন করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।
এ উপলক্ষে স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের ফুই চিও হলে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, সহসভাপতি গোলাম মোস্তফা, সহসাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, ফজলুল করিম সোহরাব, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল আজিজ মোল্লা, মালয়েশিয়া যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আহমাদ হোসেন সাগর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রতন তালুকদার, জোহর বারু বিএনপির সভাপতি এম জে আলম, পেনাং বিএনপি সভাপতি মোহাম্মদ এমদাদুল হক, ক্লাং বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, রাওয়াং বিএনপি সভাপতি মোহাম্মদ মানিক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুল কাইয়ুম, ঢাকা মহানগর বিএনপির সাবেক কমিশনার মির্জা খোকন, মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রতন, সহদপ্তর সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান শিশির, যুবদলের সহসভাপতি মঞ্জু খাঁ প্রমুখ।
সমাপনী বক্তব্যে মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমান খান বলেন, ‘বিএনপির নবগঠিত কমিটির মাধ্যমে আমরা আশা করি, নতুন বছরে আমরা গণতন্ত্র ফিরে পাব। উন্নয়ন হবে, শান্তি আসবে, হত্যা-গুম-নির্যাতন থেকে মানুষ মুক্ত হবে।’
‘আসুন, এই নববর্ষে আমরা শপথ নিই, নতুন বছরে এই সরকারকে পতন করে গণতন্ত্র ফিরিয়ে আনি এবং দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করি।’
বক্তব্যে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান বাদলুর রহমান খান। তিনি আরো বলেন, সরকারের ব্যর্থতা ঢাকতেই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ‘আমরা যাঁরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, তাঁদের জীবনযাপন নিরাপদ নয়। আর যাঁরা সরকারের অপকর্ম ও অপশাসনের খবরাখবর লেখেন, তাঁরাও নিরাপদ নন। সরকারের সর্বশেষ নির্যাতনের শিকার হলেন শফিক রেহমান। তাঁকে গ্রেপ্তার সরকারের চৈতন্য লোপের শামিল।’
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বর্ষবরণের নানা গান ও ফ্যাশন শোর আয়োজন করা হয়। শুরুতে জাতীয় সংগীত ও পরে দলীয় সংগীত পরিবেশনের পর ‘এসো হে বৈশাখ’ গান শোনান শিল্পীরা।
অনুষ্ঠানের মাঝখানে ‘২৬ মার্চ সংকলন’ বইয়ের মোড়ক উন্মোচন করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।