কুয়েতে বাংলাদেশি সেনাদের বর্ষবরণ
বর্ণাঢ্য আয়োজনে আর জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ পালন করেছেন কুয়েতে অবস্থানরত বাংলাদেশি সেনাসদস্যরা। বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট (বিএমসি) কুয়েত সদর দপ্তর সোবহানে এ উপলক্ষে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিএমসি লেডিস ক্লাব।
বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে গত ১৪ এপ্রিল রাতে (অপারেশন কুয়েত পুনর্গঠন) ওকেপি ৯-এর ব্যবস্থাপনায় বৈশাখে অবগাহন নামে অনুষ্ঠান আয়োজন করা হয়। ‘বাজেরে বাজে ঢোল বাজে’ সুরের মূর্ছনায় আর শিশুশিল্পীদের নাচের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
সেনাসদস্যদের কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানসহ বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী গানে মুখরিত হয় দপ্তর প্রাঙ্গণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামীম উজ্জামান (বিএসপি, এনডিসি, পিএসসি), স্বপরিবারে তাঁরা রিকশায় চড়ে মঞ্চে যান। এই দৃশ্য মরুদেশে বাংলা নববর্ষকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে।
বিএমসি লেডিস ক্লাবের সদস্যদের তৈরি বিভিন্ন রকমের পিঠা এই বৈশাখে দিয়েছিল নবান্নের স্বাদ। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, কুয়েত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাসের শীর্ষ কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামীম উজ্জামান বলেন, বর্ষবরণের এই অনুষ্ঠান বাঙালি সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখবে।