অস্ট্রেলিয়া বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
অস্ট্রেলিয়ায় চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত এক সভায় স্থানীয় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় এই নতুন কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী তিন মাস দায়িত্ব পালন করবে।
সভায় সর্বসম্মতিক্রমে ৬১ সদস্যের কমিটির আহ্বায়ক হয়েছেন রুহুল আহমেদ এবং সদস্য সচিব হয়েছেন মো. আবুল হাছান।
বিএনপির বিশেষ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী আহ্বায়ক মো. লুৎফুল কবীর এবং এই সভা পরিচালনা করেন বিদায়ী সদস্য সচিব মো. জাকির আলম লেনিন।
সভায় আরো উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির প্রথম কেন্দ্র অনুমোদিত সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মনিরুল হক জজ, অস্ট্রেলিয়া বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাবেক সভাপতি আবদুল ওয়াহাব বকুল, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক শফীক, সাবেক আহ্বায়ক মো. লুৎফুল কবীর, সাবেক সদস্য সচিব সোহেল মাহমুদ ইকবাল, জাকির আলম লেনিন, জিয়া পরিষদের নেতা হুমায়ন কবীর খান, শহীদ পারভেজ, মো. তৈহিদুল ইসলাম, শাহীন আল করিম, আবদুস সাত্তার, ইলিয়াস কাঞ্চন শাহীন, মোবারক হোসেন, ফরিদ আহমেদ, আশরাফুল আলম রনী, সেলিম খান মুকুল, ফেরদৌস অমী, সৈয়দ তানভীর আলম, জাহাঙ্গীর আলম, মিতা কাদরী, সেলিম লকিয়াত, সাধারণ সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ, মেহদি হাসান শুভ, মো. শামীম, মো. রাশেদুল ইসলাম, মাহবুবুর রহমান, মো. তাজুল মিয়া, এ এন এম ফয়সাল, গোলাম রফিকুজ্জামান প্রমুখ।