অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশনে মুজিবনগর দিবস পালিত
ঐতিহাসিক মুজিবনগর দিবস ছিল গত রোববার ১৭ এপ্রিল। যথাযোগ্য মর্যাদায় অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে দিবসটি পালিত হয়েছে।
মুজিবনগর দিবস উপলক্ষে ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
মুজিবনগর দিবসের অনুষ্ঠানে ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনে শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাকে সম্মান জানানো হয়। মুজিবনগর দিবসের তাৎপর্য আলোচনায় অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে সরকার গঠনের বিষয়টি তুলে ধরা হয়।
মুজিবনগর দিবসের বক্তৃতায় অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন বঙ্গবন্ধু ও চার নেতার পাশপাশি একাত্তরে দেশের লাখো শহীদকে স্মরণ করেন। তিনি বলেন, একাত্তরের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বপ্ন বাস্তবের রূপ পায়। এ সরকার গঠনের মধ্য দিয়ে বিদেশেও বাংলাদেশের স্বাধীনতা শক্ত অবস্থান নেয়।
ক্যানবেরার মুজিবনগর দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।