মালয়েশিয়ায় ‘প্রফেশনাল কমিউনিটি’র বর্ষবরণ
মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, অধ্যাপক, শিক্ষকদের নিয়ে গঠিত ‘বাংলাদেশি প্রফেশনাল কমিউনিটি’ বাংলা নববর্ষ উদযাপন করেছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মাজু টাওয়ারে গোল্ডেন চেরসোনিজ মিডিয়া হলে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌশলী খোকন। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার অধ্যাপক ড. নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে শহীদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ এগিয়ে চলেছে। বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশে অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে স্বীকৃত।’
রাষ্ট্রদূত আরো বলেন, ‘অতীত বছরের সব দুঃখ-গ্লানি ভুলে গিয়ে নতুন বছরটি সমৃদ্ধ ও সুখময় করে তুলি । নতুন এই বছরে প্রবাসে আমরা যেন মিলে মিশে কাজ করতে পারি।’
বক্তব্যের সময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদের নববর্ষের শুভেচ্ছা মালয়েশিয়া প্রবাসীদের জানিয়ে দেন।
রাষ্ট্রদূতের বক্তব্যের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে মঞ্চ মাতান প্রবাসী বাংলাদেশি শিল্পীরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়া দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মো. ফয়সাল আহমেদ, কাউন্সিলর (শ্রম) মো. সায়েদুল ইসলাম মুকুল, কনস্যুলার (রাজনৈতিক) রইস হাসান সারোয়ার, দ্বিতীয় সচিব (রাজনৈতিক) তাহমিনা ইয়াসমিন, ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মুশাররাত জেবিন, ফার্স্ট সেক্রেটারি শাহিদা সুলতানা, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস, মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটির প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ প্রমুখ।