রিয়াদে শফিক রেহমান মুক্তি মঞ্চের সভা
সৌদি আরবে সাংবাদিক শফিক রেহমান মুক্তি মঞ্চ সভা করেছে। সম্প্রতি রিয়াদে ‘সাহসী কলমসৈনিক, সত্যভাষী, বরেণ্য সাংবাদিক শফিক রেহমান গ্রেপ্তার, বাকস্বাধীনতার কণ্ঠরুদ্ধ অতঃপর আমাদের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তি মঞ্চের আহ্বায়ক শেখ রুহুল আমীন বাবুলের সভাপতিত্বে সদস্য সচিব সাংবাদিক ফারুক আহমেদ চানের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন ব্যবসায়ী মিজানুর রহমান, মামুনুর রশিদ, ইঞ্জিনিয়ার হেলাল আহমেদ, মোতালেব মোল্লা, মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম বায়েজিদ, ফোরাম নেতা কাজী আইয়ুব আলী, জ্যাব নেতা মাসুদ রানা।
সভায় আরো অংশ নেন এসএ টিভি প্রতিনিধি ও জ্যাব সাংগঠনিক সম্পাদক শাহপরান মিঠু, সময় টিভির প্রতিনিধি আরিফুর রহমান, মোহনা টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, মাই টিভির প্রতিনিধি এ কে আজাদ লিটন, অনলাইন জেটিভি নিউজ প্রতিনিধি মাহ্ফুজ কবির, বিএনপির অনলাইন অ্যাকটিভিস্ট মাহফুজ পাটোয়ারী, মাজহারুল হক মিটন, এনটিভির ক্যামেরাম্যান রেজাউল করিম, মাওলানা হোসাইন বাবুল মোল্লা, সিদ্দিক হোসেন রিপন, সানাউল্লাহ প্রমুখ।
সৌদি আরব শাখা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জ্যাবের তত্ত্বাবধানে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সংহতি প্রকাশ করে অবিলম্বে শফিক রেহমানের নিঃশর্ত মুক্তি দাবি করে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমাজ, গণমাধ্যমের প্রবাসী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি প্রবাসী বিভিন্ন অনলাইন ও প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার অধিকাংশ প্রতিনিধিরা। সভায় সাংবাদিক শফিক রেহমান মুক্তি মঞ্চের সৌদি আরব কমিটির ঘোষণা করা হয়।