অস্ট্রেলিয়ায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সভা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের ওয়ার্কিং কমিটির (কার্য সম্পাদন) এক সভা অনুষ্ঠিত হয়েছে। সিডনির স্থানীয় এক রেঁস্তোরায় গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বদরুল আলম।
সভায় ওয়ার্কিং কমিটির সদস্য আপডেট বিডি নিউজ ডট কমের প্রধান সম্পাদক মোহাম্মাদ রেজাউল হক, এবিসি বাংলা ডট নেটের সম্পাদক নাইম আবদুল্লাহ এবং বিদেশ বাংলা ২৪ ডট কম-এর সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন উপস্থিত ছিলেন। ওয়ার্কিং কমিটির অন্য সদস্য প্রখ্যাত লেখক ও কলামিস্ট ড. রতন কুণ্ডু টেলিফোন কনফারেন্সে সভায় অংশগ্রহণ করেন।
সভায় গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত সভার সুপারিশ অনুযায়ী নাইম আবদুল্লাহ সংগঠনের নতুন নাম ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’ রাখার প্রস্তাব করলে সদস্যদের সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। সংগঠনের আহ্বায়ক বদরুল আলম নতুন নাম নিবন্ধন করার জন্য সদস্য সচিব মোহাম্মেদ আবদুল মতিনকে দায়িত্ব দেন। এ ছাড়া কমিটি আগামী তিন মাসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্রের খসড়া তৈরি, মনোগ্রাম, সদস্য ফরমসহ অন্যান্য আনুসঙ্গিক কার্যাদি সম্পাদনসহ স্থায়ী কার্যকরী পরিষদ গঠনে আহ্বায়ককে সহায়তা প্রদান করবেন; এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ১৪ জানুয়ারি সংগঠনের আহ্বায়ক বদরুল আলম সিডনির স্থানীয় এক রেস্তোরাঁয় পাঁচ সদস্যবিশিষ্ট ওয়ার্কিং কমিটির নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০১৫ তারিখে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম পরিবর্তন ও বর্তমান কার্যাদি পরিচালনার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।