মালয়েশিয়ায় আহসান উল্লাহ মাস্টারের শাহাদাতবার্ষিকী পালন
গাজীপুরের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১২তম শাহাদাতবার্ষিকী পালন করেছে জাতীয় শ্রমিক লীগ, মালয়েশিয়া শাখা।
শনিবার মালয়েশিয়ায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি নাজমুল ইসলাম বাবুল।
আসন গ্রহণের পর অনুষ্ঠানের শুরুতেই শহীদ আহসান উল্লাহ মাস্টারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম হাওলাদার।
পরে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্কুল জীবনে প্রিয় নেতার সান্নিধ্য পাওয়া মালয়েশিয়া শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। এ সময় আরো বক্তব্য দেন দলটির সিনিয়র সহসভাপতি শাহ আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, জাকির হোসেন ও যুবলীগের জহিরুল ইসলাম জহির।
বক্তারা শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের জীবন ও তার আদর্শ নিয়ে আলোচন করেন। বলেন, তাঁর দেখানো পথে বঙ্গবন্ধুর স্বহস্তে গড়া জাতীয় শ্রমিক লীগ আজ অন্য উচ্চতায় পৌঁছেছে। আহসান উল্লাহ মাস্টারের মতো নেতাকে যারা হত্যা করেছিল তারা কখনই বাংলাদেশের মঙ্গল চায় না বলেও মন্তব্য করেন মালয়েশিয়া শ্রমিক লীগের নেতারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দলটির সহসভাপতি রাজীব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস মোল্লা, মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, শ্রী সুভাষ, প্রচার সম্পাদক ইমন মহিউদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজীব, হাবিব, আমজাদ হোসেইন, রুমা পাঞ্জাং থেকে আসা জাকির ও সাঈদসহ অনেকে।