সৌদি আরবে ওআইসি বাণিজ্য মেলায় আসা বাংলাদেশিদের সংবর্ধনা
সৌদি আরবে ১৫তম ওআইসি বাণিজ্য মেলায় অংশ নিতে আসা বাংলাদেশের কোম্পানি, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও দেশ থেকে আসা অতিথিদের সংবর্ধনা দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
গত শনিবার রিয়াদে বাংলাদেশের দূতাবাস চত্বরে রাষ্ট্রদূত গোলাম মসীহ্ তাঁদের সংবর্ধনা দেন এবং নৈশভোজের আয়োজন করেন। তিনি প্রবাসীদের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেন।
বাংলাদেশ দূতাবাসের কার্যালয়-প্রধান মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জহির উদ্দিন আহমেদ, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ।
‘মেইড ইন বাংলাদেশ : আমাদের ব্র্যান্ড আমাদের গর্ব’ এই স্লোগান নিয়ে এবার প্রথমবারের মতো ১৫তম ওআইসি বাণিজ্য মেলায় বাংলাদেশের পক্ষ থেকে ৩৬টি কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে বিশ্বের অন্যতম বাণিজ্যিক নগরী সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম মসীহ সৌদি আরবের বাজারে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করেন। তিনি মধ্যপ্রাচ্যের এ বিশাল বাজার বাংলাদেশের মানসম্পন্ন পণ্যের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বাংলাদেশ থেকে আসা কোম্পানি ও সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আহ্বান জানান।
রিয়াদ আন্তর্জাতিক কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে ২২ মে থেকে বাণিজ্য মেলা শুরু হয়েছে। চলবে ২৬ মে পর্যন্ত। স্থানীয় সময় বিকেল ৪টা থেকে মেলা শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে।
এ ছাড়া আগামী ২৯ মে থেকে ৩০ মে এবং ৩১ মে থেকে ১ জুন যথাক্রমে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মদিনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্যাটালগ ও রোড শো অনুষ্ঠিত হবে।