সিঙ্গাপুর জাতীয় কবিতা উৎসবে বাংলা কবিতা
সিঙ্গাপুরের গার্ডেন বাই দ্য বেতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় কবিতা উৎসব। অন্য ভাষাভাষী কবিদের মতো সেই উৎসবে অংশ নিয়েছেন বাঙালি কবিরাও।
স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘প্রকৃতির প্রতিচ্ছবি’ শিরোনামে কবিতা উৎসবের বিশেষ পর্ব। ওই অনুষ্ঠানে সিঙ্গাপুরে কর্মরত বাঙালি কবি জাকির হোসেন খোকন ও মুকুল হোসেন সেখানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
তিন মাসব্যাপী কবিতা উৎসবে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে বাংলা কবিতা। উৎসবে খোলা আকাশের নিচে, সবুজ ঘাসের গালিচার ওপর বসে আবৃত্তি হয় সিঙ্গাপুরের কবি এডুইন থম্বো, লিলি টেও, মার্ক নায়ার, ফিলিপিনো কবি সেয়লেন এস্পোসো ও মায়েরনা এনেরিয়ার কবিতা। সে সঙ্গে প্রথমে বাংলায়, পড়ে ইংরেজি অনুবাদসহ জাকির হোসেন খোকন আবৃত্তি করেন ‘পরবাসী বৃষ্টি’ ও ‘ভালোবাসি দুইটি কবিতা’। মুকুল হোসেন আবৃত্তি করেন ‘জোনাক’ হয়ে।
প্রায় পঞ্চাশ বছর আগে গুটিকয়েক সাহিত্যিক কবিতা উৎসবের স্বপ্ন দেখেছিলেন, যা উপযুক্ত সমর্থনের অভাবে সম্ভব হয়নি। গত বছর সিঙ্গাপুরের সুবর্ণজয়ন্তীতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী কবিতা উৎসবের আয়োজনের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।