রিয়াদে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে সৌদি আরবের রিয়াদে। সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি গতকাল মঙ্গলবার এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়াপূর্ব আলোচনা সভায় জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিক, বাংলাদেশের রূপকার আখ্যায়িত করে সর্বস্তরের জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীদের জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সৌদি আরব প্রবাসী বিএনপির নেতা-কর্মীরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চানের সঞ্চালনায় আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জামাল আহমেদ চৌধুরী।
আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান কমল, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ চৌধুরী, হাজি ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয়তাবাদী শ্রমিক দল পূর্বাঞ্চলের সভাপতি প্রকৌশলী হেলাল আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পূর্বাঞ্চলের সভাপতি আবদুল হালিম ভূইয়া নূর ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন আজাদ, প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ কবির হোসেন, প্রবাসী কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, জাতীয়তাবাদী শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক হানিফ মুন্সি, প্রবাসী চাঁদপুর বিএনপির নেতা জি এম রাজ্জাক, পূর্বাঞ্চল বিএনপির দপ্তর সম্পাদক কবি শাহিনুর, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহফুজ পাটোয়ারী, প্রবাসী কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আমীর হোসেন প্রধানীয়াসহ প্রবাসী বিএনপির বিভিন্ন স্তরের জ্যেষ্ঠ নেতারা।
সভায় সৌদি আরব প্রবাসী বিভিন্ন পর্যায়ের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে জিয়া পরিবারের নিরাপত্তা হেফাজত কমনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন তারেক রহমান মুক্তি আন্তর্জাতিক পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা হোসেন বাবুল মোল্লা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন খেলাফত মজলিশের রিয়াদ কেন্দ্রীয় শাখার সহসভাপতি মাওলানা আবুল হোসেন।