দ. কোরিয়ায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। গত ২৯ মে এ উপলক্ষে দেশটির ইনছন পুচ্ছন অডিটোরিয়ামে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইনছন এরিয়া বিএনপির সভাপতি মনির হোসেন মোকামী। আবদুল জলিলের পরিচালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনির পাটোয়ারী, কোরিয়ার পুচ্ছন সিটির কেটি টেলিকমের জিবুজাংনিম বাক সাং সাননিম, পুচ্চন সিটি উনসি পুলিশ স্টেশনের ফরেন চার্জার লি ইয়ং সং।
আলোচনা সভায় বক্তব্য দেন কোরিয়া বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মোহাম্মদ গোলাম সারোয়ার, কুনসান সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান কাঞ্চন, কিশোরগঞ্জের হোসেনপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের সভাপতি মাশরাফি বিন মূর্তজা, কোরিয়া বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ জুয়েল, প্রচার সম্পাদক আবদুল জলিল, ইনছন সিটির বিএনপির সিনিয়র সহসভাপতি রোকনুর জামান লিটন, সহসভাপতি মহসিন আলী, কুনসান সিটি বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক রাসেল এবং খোয়াংজু সিটি বিএনপির নেতা রফিকুল ইসলাম রফিক।